সিরাজগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ১৩:১২

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

শ্রমিক নির্যাতনের প্রতিবাদ এবং নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে সিরাজগঞ্জ-রাজশাহী ও সিরাজগঞ্জ-নাটোর রুটে দিনে বাস চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে রাজশাহী ও নাটোরগামী কোনো বাস ছেড়ে যায়নি।

হঠাৎ করে বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকালে বাস টার্মিনালে গিয়ে বাস না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে নাটোর ও রাজশাহীগামী যাত্রীদের।

শ্রমিক নির্যাতনের প্রতিবাদ এবং নাটোর ও রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানালেন  মোটর শ্রমিক নেতারা।

বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি সাধারন সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আনছার আলী বলেন, ‘নাটোর বাস মালিক সমিতির পক্ষ থেকে গত বুধবার রাতে আমাদের জানানো হয়েছে শ্রমিক নির্যাতন ও নাটোর-রাজশাহী বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এসব কারণে সিরাজগঞ্জ রাজশাহী ও সিরাজগঞ্জ নাটোর রুটে বাস চলাচল বন্ধ রাখতে হবে। সুষ্ঠ সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল বাস চলাচল বন্ধ থাকবে।’

 ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ওআর