লংগদুতে গুলিতে জেএসএস ‘সংস্কারপন্থি’ সদস্য নিহত

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ১৮:২৮

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির লংগদু উপজেলায় সদর ইউনিয়নে বড় আদম এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বাঁচাগুলো চাকমা (৪০) ওরফে রাজা চাকমা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জেএসএস এমএন লারমা (সংস্কারপন্থি) দলের সদস্য বলে জানা গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রাজা লংগদু হাজা ছড়া গ্রামের সুরেন্দ্র লাল চাকমার ছেলে। তিনি জেএসএস এমএন লারমা দলের সক্রিয় সদস্য ছিলেন।

জানা গেছে, নিরাপত্তার অভাবে রাতে আত্মগোপন করতে বিভিন্ন জনের বাড়িতে রাত যাপন করতেন রাজা।

এ ঘটনার জন জেএসএস এমএন লারমা দলের পক্ষ থেকে ইউপিডিএফকে দায়ী করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ।

লংগদুর থানার ওসি রঞ্জন কুমার সামন্ত বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, নিহত ব্যক্তি জেএসএস সংস্কারের লোক। এ হত্যাকা-ের জন্য ইউপিডিএফের লোকজনকে দায়ী করা হচ্ছে। পুলিশ এ ঘটনার তদন্ত চালাচ্ছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলছে।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ইএস