পবিত্র ঈদে মিলাদুন্নবী ২১ নভেম্বর

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ১৯:২৯

নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

দেশের আকাশে ১৪৪০ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি, ২১ নভেম্বর ২০১৮ সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপিত হবে।

ইসলামের নবী মোহাম্মদ সা.-এর জন্ম-মৃত্যুর সঙ্গে ১২ রবিউল আউয়ালের স্মৃতি জড়িত আছে। তিনি এই তারিখে ইন্তেকাল করেন। একই তারিখে জন্মগ্রহণ করেন বলেও কথিত আছে। এজন্য দিনটি মুসলিম উম্মাহর কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে এদিন সরকারি ছুটি থাকে।

গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আনিছুর রহমান।

সভায় ১৪৪০ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে কমিটি চাঁদ দেখার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করেছে।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/জেবি)