ঢাকা-রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ স্বাভাবিক

নওগাঁ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২৩:৩৪ | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৮, ২৩:২৭
ফাইল ছবি

নওগাঁর আত্রাই উপজেলায় লাইনচ্যুত হওয়া রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল চলাচল শুরু হয়েছে।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে বগিটি উদ্ধার করা হয়।

এর আগে বিকালে উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। ফলে বন্ধ রয়েছে ঢাকার সঙ্গে রংপুর-দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করে।

শাহাগোলায় লাইনচ্যুত হওয়া রংপুর এক্সপ্রেস টেনের বগি

আহসানগঞ্জ স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম জানান, বিকেলে রংপুর এক্সপ্রেস ট্রেনটি ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়। পথে আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে রংপুর ও দিনাজপুরের রেল যোগাযোগ বন্ধ ৬ ঘণ্টা বন্ধ ছিল।

ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :