ভিআর হেডসেট আনল এইচটিসি

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৮, ১৩:৩৯

বাজারে আসলো এইচটিসির ভার্চুয়াল রিয়েলিটি(ভিআর) হেডসেট। এটি দেখতে অন্যসব ভিআর হেডসেটের চেয়ে আলাদা। নতুন এই হেডসেটটি রয়েছে আকর্ষণীয় কিছু ফিচার ও সার্ভিস।

ফাইভ ফোকাস নামের এই ভিআর হেডসেটটি এইচটির প্রথম ভিআর। ৬০০ ডলারের এই হেডসেটটি ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। সুপার অ্যামোলিড ডিসপ্লের রেজুলেশন ২৮৮০x১৬০০ পিক্সেল। হেডসেটটির ডিসপ্লেতে ১১০ ডিগ্রি ফিল্ড অব ভিউ পাওয়া যাবে।

বিশেষ ফিচার হিসেবে ডিভাইসটিতে রয়েছে বিল্টইন ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি। এক চার্জে ডিভাইসটি ৩ ঘণ্টা চলবে। এতে ওয়্যার ফ্রি ভার্চুয়াল এক্সপেরিয়েন্স মিলবে।

ডিভাইসটিতে ভাইভ ওয়েভ ভিআর এসডিকে প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। ফলে এর বহুমাত্রিক ব্যবহার সহজ হয়েছে। এতে আরো রয়েছে হলোগ্রাফিক থ্রিডি ইউজার ইন্টারফেস। যা কিনা ব্লু ক্যাট নামে পরিচিত।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা