ফেডারেশন কাপ

চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে সেমিতে শেখ রাসেল

প্রকাশ | ১০ নভেম্বর ২০১৮, ২০:১৯ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ২০:৩০

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

ফেডারেশন কাপের শিরোপায় চুমো খাওয়ার সৌভাগ্য শেখ রাসেলের হয়েছিল সেই ২০১২ সালে। এরপর কেবল আক্ষেপেই কেটেছে মৌসুম। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া দলটি নিজেদের লক্ষ্যে এবার ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আজ (শনিবার) তৃতীয় কোয়ার্টার ফাইনালে গতবারের রানারআপ চট্টগ্রাম আবাহনীকে ১-০ গোলে হারিয়ে শেষ চারে ওঠেছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধটা কেটেছে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় শেখ রাসেল। উজবেকিস্তানের ফরোয়ার্ড আজিজভের ক্রস থেকে গোল করেন রাফায়েল। এরপর শত চেষ্টা করেও আর গোল আদায় করে নিতে পারেনি চট্টগ্রাম আবাহনী। শেষতক রাফায়েলের গোলটিই গড়ে দিয়েছে ব্যবধান। 

আগামীকাল (রোববার) কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস-বিজেএমসি। এরপর এক সপ্তাহ বিরতি দিয়ে সেমিফাইনালের ম্যাচ দুটি মাঠে গড়াবে ১৯ ও ২০ নভেম্বর। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী লড়াই।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/ডিএইচ/এবিএ)