অপোর তিন রিয়ার ক্যামেরার ফোন

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ১০:৩৬

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

তিন রিয়ার ক্যামেরার ফোন আনলো অপো। মডেল অপো আরএক্স ১৭ প্রো। সম্প্রতি ইউরোপের বাজারে ফোনটি অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

এখনখার বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীদের মূল আকর্ষণ ভালোমানের ক্যামেরা, অধিক র‌্যাম এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ। আর এই তিন চাহিদাই পূরণ করবে অপো আরএক্স ১৭ প্রো। এই ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ চিপসেট।

অপোর নতুন ফোনটি অ্যানড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেম চালিত। ৮ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। 

অপো আরএক্স ১৭ প্রো ফোনটিতে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে ব্যবহৃত হয়েছে। ডিসপ্লের উপর রয়েছে পানির বিন্দুর মতো ছোট নচ।

এই স্মার্টফোনে রয়েছে তিন তিনটি রিয়ার ক্যামেরা সেট আপ। এর প্রাইমারি সেন্সরটি ১২ মেগাপিক্সেলের। দ্বিতীয়টি ২০ মেগাপিক্সেলের আর তৃতীয়টিতে একটি থ্রিডি সেন্সর আছে।

উচ্চমানের ছবি তোলার জন্য এই ক্যামেরায় যুক্ত করা হয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স। এ ছাড়াও ফোনের রিয়ার ক্যামেরায় রয়েছে এইচডিআর সাপোর্ট। সেলফির জন্য রয়েছে ২৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 

নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। কানেকটিভিটির জন্য আছে ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক।  

ব্যাকআপের জন্য ফোনটিতে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি সংযোজিত হয়েছে। এতে ভিওওসি চার্জিং টেকনোলজি রয়েছে। 

ইউরোপে আরএক্স ১৭ প্রো বিক্রি হচ্ছে ৬০০ ইউরোতে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এজেড)