ফোনের ব্যাটারি বাঁচাতে গুগলের নয়া কৌশল

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১০:৪৫

অ্যানড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি বাঁচাতে নয়া কৌশল অবলম্বন করেছে এর নির্মাতা গুগল। সম্প্রতি এক অ্যানড্রয়েড ডেভেলপারদের এক কনফারেন্সে গুগল জানিয়েছে, ফোনের ব্যাটারির আয়ু বাড়াতে ব্যবহার করতে হবে ডার্ক মোড।

কনফারেন্সে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম কীভাবে ব্যাটারি খরচ করে তা উপস্থাপন করে গুগল। ডেভেলপাররা অ্যাপ বানানোর সময় ব্যাটারি ব্যাকআপ বাড়াতে সাহায্য করতে এই তথ্য খুবই কার্যকরী বলে মনে করছেন অ্যানড্রয়েড ডেভেলপাররা।

তবে ডার্ক মোডে বেশি ব্যাটারি বাঁচানো যাবে না। কারণ অ্যানড্রয়েড ফোনে সমথেকে বেশি ব্যাটারি নষ্ট করে ডিসপ্লে ব্রাইটনেস। এছাড়াও ডিসপ্লের উপরে কী রঙ দেখা যাচ্ছে তার উপরেও কত ব্যাটারি খরচ হবে তা নির্ভর করে।

ফোনে ডার্ক মোড ব্যবহার করলে এর ডিসপ্লের বাইটনেস অনেকাংশে কমে যায়। ফলে ডিসপ্লেকে কম রঙ প্রসেস করতে হয়। এতে করে বাড় ব্যাটারির আয়ু।

কনফারেন্সে গুগল এও জানিয়েছে ইউটিউব অ্যাপে ডার্ক মোডে সাধারণ মোডের তুলনায় ৪৩ শতাংশ কম ব্যাটারি নষ্ট হয়। কারণ এই অ্যাপের অনেকটা অংশ জুড়ে থাকে সাদা রঙ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা