প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া নিলেন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৩:০৯

আগামী ভোটে নৌকা প্রতীকে লড়াই করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করে দোয়া নিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

রবিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির সরকারি বাসভবন গণভবনে যান মাশরাফি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য নাজিম আহমেদ উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনে যারা নৌকা প্রতীকে প্রার্থী হতে যাচ্ছেন, তাদের মধ্যে ক্রিকেটার মাশরাফি একজন। তাকে এবারের নির্বাচনের চমক হিসেবে রাখছে দলটি। আওয়ামী লীগ নেতারা জানান, মাশরাফিকে প্রার্থী করার বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা জানান, মাশরাফির জন্য নড়াইল-২ আসন বেছে রেখেছে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দলের সভাপতিমণ্ডলীর একজন সদস্য ঢাকা টাইমসকে বলেন, ‘সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিদের মনোনয়ন দেয়ার ব্যাপারে শেখ হাসিনার ইতিবাচক মনোভাব দেখানোর কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণটি হলো- খেলোয়াড়দের মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে নিশ্চয়তা মিলবে। এছাড়া তারকা ব্যক্তিদের মনোনয়ন দিলে ঢাকাসহ সারা দেশে নির্বাচনী উৎসব বিরাজ করবে বলে তাদের ধারণা। এতে অন্য আসনগুলোতেও সুফল মিলবে।’

এরই মধ্যে আওয়ামী লীগ জানিয়ে দিয়েছে, আজ রবিবার মনোনয়ন তুলবেন বাংলাদেশের ক্রিকেট কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা। তবে শুধু মাশরাফিই নন, নৌকা প্রতীকে নির্বাচন করার কথা ছিল আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসানেরও। তবে তিনি শনিবার রাতে জানিয়ে দিয়েছেন, আপাতত রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা তার নেই। দেশের ক্রিকেটের স্বার্থে প্রধানমন্ত্রীও আপাতত তাকে রাজনীতিতে থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছেন।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/টিএ/এএইচ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :