সিরাজগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০১৮, ১৮:১৩

সিরাজগঞ্জের তাড়াশে আদিবাসী এক তরুণীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে গুল্টা আদিবাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের বিরুদ্ধে। হেনস্তার শিকার ওই তরুণী এই বিদ্যালয়েরই শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘প্রধান শিক্ষক আবদুস সাত্তার নানা সময়ে নানা অজুহাতে হোস্টেলের শিক্ষার্থীদের বাড়িতে ডেকে নিয়ে যৌন হেনস্তা করেন। তার অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাকে বিশেষ কায়দায় ম্যানেজ করেন। স্কুল কমিটিও তার অনৈতিক আচরণের বিষয়ে জানেন। কিন্তু কোনো ব্যবস্থা নেন না।’

তরুণীর বাবার অভিযোগ, স্ত্রী বাড়িতে না থাকায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার শুক্রবার সকালে তার মেয়েকে রান্নার কথা বলে হোস্টেল থেকে বাড়িতে ডেকে নিয়ে যান। পরে তাকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটি পালিয়ে এসে সহপাঠী ও শিক্ষকদের বিষয়টি জানান।

এ ব্যাপারে ওই তরুণী ও তার বাবা শুক্রবার তাড়াশ থানায় লিখিত অভিযোগ করতে যান। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মামলা নেননি বলে অভিযোগ উঠেছে। গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে জানতে চাইলে তাতেও নাকি তিনি বিরক্তি প্রকাশ করেন।

এমন অভিযোগের প্রেক্ষিতে ওই পুলিশ কর্মকর্তার জবাব, ‘মেয়েটি ও তার বাবা শুক্রবার রাতে থানায় এসে যৌন হয়রানির অভিযোগ দেন। কিন্তু বিদ্যালয় বন্ধ থাকায় শনিবার অভিযোগটি রেকর্ড করা সম্ভব হয়নি। সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে ঘটনার পর গা-ঢাকা দিয়েছেন প্রধান শিক্ষক আব্দুস সাত্তার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোতালেব হোসেন শিশির বলেন, ‘বিষয়টি জানার পরে প্রধান শিক্ষকের সঙ্গে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া হয়নি। তার মোবাইল ফোন বন্ধ।’

ঢাকাটাইমস/১১ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :