খালেদাকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ

প্রকাশ | ১১ নভেম্বর ২০১৮, ২০:১৮ | আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ২০:২১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে।

রবিবার সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে তার আইনজীবী নওশাদ জমির আবেদনটি করেন। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হতে পারে।

গত ৬ অক্টোবর নাজিমউদ্দিন রোডে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএনপি নেত্রীকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়। এক মাস পর গত বৃহস্পতিবার তাকে আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী কায়সার কামাল বলেন, ‘চিকিৎসা শেষ না করে বিএসএমএমইউ থেকে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়, যা মৌলিক অধিকারের পরিপন্থী। এই যুক্তিতে রিটটি করা হয়।’

এই আইনজীবী জানান, রিটে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসাসেবা চলমান রাখার আবেদন জানানো হয়েছে।
স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয়জনকে বিবাদী করা হয়েছে রিটে।

গত ৪ অক্টোবর এ সংক্রান্ত একটি রিট নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেয় হাইকোর্ট।

ঢাকাটাইমস/১১নভেম্বর/ইএস/ডব্লিউবি