গ্রামীণ ইউনিক্লোতে শীতের পোশাক

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১১:৪৩

বাংলাদেশের ঋতুচক্রের মধ্যে শীতের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। শীতের কনকনে আবহাওয়ায় মানুষের সবচেয়ে আপন বস্তুটি হচ্ছে তার শীতের পোশাক।

কুয়াশাচ্ছন্ন সকাল থেকে হিম রাত্রি পর্যন্ত পোশাকই আপনাকে একই সঙ্গে উষ্ণ, আরামদায়ক ও কার্যকরী ব্যবহার নিশ্চিত করবে। এসকল বৈশিষ্ট্যকে বিবেচনা করেই এশিয়ার ইউনিক্লো’র বাংলাদেশি সামাজিক ব্যবসায় ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লো নিয়ে এসেছে শীতের আরামদায়ক পোশাক।

আরামদায়ক ও ভিন্ন ধারার কার্যকরী পোশাক এই পোশাককে গ্রামীণ ইউনিক্লো বলছে ‘ফাংশনাল ওয়্যার’।

বিশেষভাবে তৈরি এসব পোশাকের মধ্যে ছেলেদের জন্য রয়েছে ফ্লানেল শার্ট, দুইটি ভিন্ন ধরনের ফাংশনাল হুডি যেখানে নিশ্চিত করা হয়েছে সাতটিরও বেশি ফাংশন, ভি-নেক সোয়েটার, ক্রু-নেক সোয়েটার ও ভি-নেক ভেস্ট এবং মেয়েদের জন্য রয়েছে বিশেষ ধরণের ব্ল্যাজার, ভি-নেক কার্ডিগান ও স্টোল কার্ডিগান।

ক্রেতাদের ক্রয়ক্ষমতা ও বৈচিত্র্যকে মাথায় রেখে বিশেষ ও উদ্ভাবনী এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯০ থেকে ২৯৯০ টাকার মধ্যে।

এছাড়াও শীত উপলক্ষ্যে গ্রামীণ ইউনিক্লোর সকল স্টোরে বিভিন্ন পোশাকে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও অফার।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :