স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন সাতারা

প্রকাশ | ১২ নভেম্বর ২০১৮, ১৩:০৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

মিরপুর টেস্টের প্রথম দিনটা দারুণ শুরু করে জিম্বাবুয়ের বোলাররা। পেসারদের আগুন ঝরানো গতিতে প্রথম ঘণ্টায় তিন উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিন সকালের উইকেট বোলিং সহায়ক হলেও শুরুতেই ধাক্কা খায় সফরকারীরা। চোট পান জিম্বাবুয়ের পেসার টেন্ডাই সাতারা। পরে আহত অবস্থাতেই স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় এই তারকাকে।

ঘটনাটি ঘটে দ্বিতীয় দিনের দশ নম্বর ওভারে। ওভারের তিন নম্বর বল করতে দৌঁড় শুরু করেন সাতারা। কিন্তু বল ডেলিভারি করার ঠিক আগ মুহূর্তে উরুর পেশিতে চোট পান তিনি।

কিছু সময় খুঁড়িয়ে চলার পর মাটিতে বসে পড়েন সাতারা। এরপর দলের ফিজিও এসে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু তাতে লাভ হয়নি। কোনো উন্নতি না হওয়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ২৮ বছর বয়সী এই পেস বোলারকে।

(ঢাকাটাইমস/১২ নভেম্বর/এইচএ)