নির্বাচনী প্রচারণায় নেমেছে সুইজারল্যান্ড আ.লীগ

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১৩:১৭

‘প্রার্থী যেই হোক ভোট নৌকায়’ প্রতিপাদ্য সামনে রেখে নির্বাচনী প্রচারণায় নেমেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে রবিবার বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে দিনব্যাপী জেনেভা ও লুজান শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে।

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খানের নেতৃত্বে পথসভার মাধ্যমে বাঙ্গালি ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন। বিভিন্ন পোস্টার এবং প্রচারণাপত্র বিলি করেন।

এসময় তারা প্রবাসে অবস্থানরত ভোটারদের দেশে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়াসহ দেশে অবস্থানরত তাদের পরিবার, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার বিজয় নিশ্চিত করতে আহ্বান জানান।

প্রচারণা শেষে অলিম্পিক শহর লুজানের একটি রেস্টুরেন্টের হলরুমে সাধারণ সম্পাদক শ্যামল খানের সঞ্চালনায় নির্বাচনে করণীয় নিয়ে আলোচনা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় সুইজারল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম ভুইয়া, গোলাম মোরসেদ শাচ্চু, সহ-সাধারন সম্পাদক মাসুম খান দুলাল, শাহ আলম এগার, বিপুল তালুকদার, সৈয়দ কামরুজ্জামান কোষাধ্যক্ষ আব্দুল হক মোল্লা, তথ্য গবেষণা সম্পাদক সসীম গৌড়ীচরন, আওয়ামী নেতা আশরাফুল ইসলাম আজাদ, কল্লান পাল, অশোক কুমার রবি, স্বপন কুমার সাহা, শফিক, রিফাত হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/ওআর

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :