বাকৃবির ফল প্রকাশ, ভর্তি ২৯ নভেম্বর

বাকৃবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৪৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মো. আলী আকবর তার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেধা তালিকায় মোট শিক্ষার্থীর সংখ্যা ১২৩০ জন এবং অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ১২২৯ জনকে। মেধা তালিকায় সর্বোচ্চ স্কোর ১৮৬.২৫ এবং সর্বনিম্ন স্কোর ১৫১.২৫।

মেধা ও অপেক্ষমান তালিকাভূক্ত শিক্ষার্থীদের আগামী ১৪ থেকে ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনুষদ ভিত্তিক অপশন ও তথ্য দিতে হবে। কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ নভেম্বর প্রয়োজনীয় মূল সনদপত্রসহ বিশ্ববিদ্যালয়ে হাজির হয়ে তথ্য দিতে হবে।

মেধা তালিকাভূক্ত শিক্ষার্থীদের অনুষদ ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৫ নভেম্বর। এরপর আগামী ২৯ নভেম্বর মেধা তালিকাভূক্ত শিক্ষার্র্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের (http://admission.bau.edu.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

ঢাকা টাইমস/১২ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :