খুলনায় ৭৭ করদাতাকে সম্মাননা

খুলনা ব্যুরো
 | প্রকাশিত : ১২ নভেম্বর ২০১৮, ১৯:০৬

চারটি ক্যাটাগরিতে সেরা ৭৭ জন করদাতাকে সম্মাননা জানিয়েছে কর অঞ্চল-খুলনা। সোমবার দুপুরে নগরীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেরা করদাতাদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। কর অঞ্চল-খুলনার আওতাধীন খুলনা সিটি করপোরেশন ও ১০টি জেলার সেরা করদাতাদের এই সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে মেয়র তার বক্তব্যে বলেন, ‘এক সময় বাংলাদেশের বাজেট ছিল পরনির্ভরশীল। কিন্তু বর্তমান বাজেটের ৯০ শতাংশ আসে নিজস্ব আয় থেকে। এক্ষেত্রে করদাতাদের অপরিসীম অবদান রয়েছে। তাই এই সম্মাননা তাদেরকে আরও উৎসাহিত করবে। ’

তিনি আরও বলেন, ‘উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। ২০৪১ সালের মধ্যে এই দেশকে উন্নত বাংলাদেশে পরিণত করতে চাইলে কর প্রদানকারীর সংখ্যা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্তমানে মাত্র ৩৭ লাখ টিআইএন ধারী রয়েছে। কিন্তু এই সংখ্যা আরও বেশি হওয়া দরকার।’

সম্মাননা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা দেন জাতীয় রাজম্ব বোর্ডের সদস্য কালিপদ হালদার, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, কর আপীল অঞ্চল খুলনার কর কমিশনার প্রশান্ত কুমার রায়, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ হাবিবুর রহমান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোঃ মোস্তবা আলী এবং খুলনার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-খুলনার কর কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম।

ঢাকা টাইমস/১২ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :