রিয়ালের স্থায়ী কোচ হচ্ছেন সোলারি

চার ম্যাচ, চার জয়, ক্লিনশিট তিনটি- এই হল অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির অধীনে রিয়াল মাদ্রিদের পরিসংখ্যান। হুলেন লোপেতিগ ছাঁটাই হওয়ার পর বেশ কঠিন সময়ে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি সামলেছেন বেশ দক্ষতার সঙ্গেই। লেটার মার্ক পেয়ে পাস করা সোলারিকে তাই স্থায়ীভাবে নিয়োগ দিতে চাইছে মাদ্রিদ জায়ান্টরা।
স্প্যানিশ গণমাধ্যমের খবর, সোলারিকে স্থায়ী কোচ বানানোর সব প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে রিয়াল। স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন (আরএফইএফ) জানিয়েছে, তাদের কাছে ইতোমধ্যেই প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
গত অক্টোবরে চিরশত্রু বার্সেলোনার মাঠে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর বরখাস্ত হন লোপেতেগি।বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে রিয়ালের দায়িত্ব পেয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। এরপর ‘বি’ দলের কোচ সোলারির কাঁধে দায়িত্ব তুলে দেয় রিয়াল। তবে স্প্যানিশ ফুটবলের আইনানুযায়ী দুই সপ্তাহের বেশি কেউ অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বে থাকতে পারবেন না। সোলারি বেঁধে দেয়া সময় পার করে ফেলেছেন। কাজেই স্থায়ীভাবে এখন কাউকে না কাউকে নিয়োগ দিতেই হবে রিয়ালকে।
কে হবেন স্থায়ী সমাধান? গত চার ম্যাচে যে জাদু দেখিয়েছেন সোলারি এরপর আর অন্য কারোর কথা ভাবেনি রিয়াল। তবে ঠিক কত দিনের জন্য এই আর্জেন্টাইনকে কোচ বানাচ্ছে সেটা জানা যায়নি এখনও। শিগগিরই ঘোষণা আসবে।
(ঢাকাটাইমস/১২নভেম্বর/এবিএ)
সংবাদটি শেয়ার করুন
খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত
খেলাধুলা এর সর্বশেষ

চকবাজারে হতাহতদের জন্য দোয়া চাইলেন তামিম

গেইলের বিশ্বরেকর্ড ছাপিয়ে ইংল্যান্ডের জয়

এমবাপে-মারিয়াদের গোলে পিএসজির সহজ জয়

জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারের পথে আতলেতিকো

ব্যাটিংয়ে সেরা পাঁচে সাব্বির-মিথুন

সমাধান খুঁজে বের করতে হবে: মাশরাফি

কঠিন কন্ডিশনে সেঞ্চুরি করে সাব্বিরের জবাব

‘বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশয় নেই’

বৃথা গেল সাব্বিরের অভিষেক সেঞ্চুরি
