টিকটককে টেক্কা দেবে ফেসবুকের ‘লাসো’

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ০৯:২৯

জনপ্রিয় মিউজিক অ্যাপ টিকটককে টেক্কা নিতে নতুন অ্যাপ আনলো ফেসবুক। নাম লাসো। এটাকে বলা হচ্ছে ফেসবুকের টিকটক। এই অ্যাপে একাধিক ফিল্টার সহ ছোট ভিডিও পোস্ট করা যাবে।

শনিবার এক টুইটে ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার বোয়েন পান লাসো অ্যাপ অবমুক্তির খবর দেন। শুরুতে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

লাসো অ্যাপের মধ্যে রয়েছে আকর্ষণীয় সব ভিডিও এডিটিং টুল। এই অ্যাপ ব্যবহার করে গান বা ভিডিওর উপরে টেক্সট ব্যবহার করা যাবে। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা লাসো অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

তবে এই অ্যাপের সব প্রোফাইল পাবলিক থাকবে। অর্থাৎ কোনভাবেই প্রোফাইলের পোস্ট সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে স্ন্যাপচ্যাট ও ইউটিউব ক্রমশ জনপ্রিয়তা হারাচ্ছে। কমছে ফেসবুকের জনপ্রিয়তাও। হারানো গ্রাহক ফিরে পেতে লাসো নিয়ে মাঠে নেমেছে ফেসবুক।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :