তফসিলে ‘ভোট চুরির’ ষড়যন্ত্র দেখছেন রিজভী

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১২:২০ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১৪:৫৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

এক সপ্তাহ পিছিয়ে ভোটগ্রহণের যে তারিখ ঠিক করেছে নির্বাচন কমিশন তাতেও সন্তুষ্ট নয় বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভোটের এই তারিখ নির্ধারণের পেছনে ভোট চুরির ষড়যন্ত্র দেখছেন। বলেছেন, ‘বিদেশি পর্যবেক্ষকদের এড়িয়ে ভোট চুরির লক্ষ্যে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ দেয়া হয়েছে।’

মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন। 

নির্বাচন কমিশন গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী ভোটগ্রহণের তারিখ ছিল ২৩ ডিসেম্বর। তবে বিএনপিসহ বিরোধী দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে ভোট এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর তারিখ ধার্য করে ইসি।

তবে বিএনপি দাবি করছে ভোট এক মাস পেছাতে হবে। যদিও সিইসি সাফ জানিয়ে দিয়েছেন আর পেছানো সম্ভব নয়।

রিজভী বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টানদের বড় ধর্মীয় উৎসব। ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার ও মিশন কর্মকর্তারা ছুটিতে থাকেন। তাদের দৃষ্টির অন্তরালে একটা বড় ভোট চুরির নির্বাচন করতে সরকারের নির্দেশে ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে ইসি।’

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে। শুধু নিজের জন্য মাঠ সমতল করবেন আর অন্যদের বের করে দেবেন এটা চলবে না।’

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/বিইউ/এএইচ)