ঘুমের ওষুধ খেয়ে যুবকের মৃত্যু

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১৫:০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

রাজধানীর যাত্রাবাড়ী থানার মীরহাজিরবাগ এলাকায় ঘুমের ওষুধ খেয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম কাজল হোসেন (৩০)। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

মৃত কাজলের বড়ভাই ইমরান হোসেন ঢাকা টাইমসকে বলেন, গতকাল সোমবার দিবাগত রাত ১২ টার দিকে কাজল ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে যান। আজ দুপুরেও ঘুম থেকে না ওঠায় তার ভাবি তাকে ডাকতে যান। এ সময় কাজলের মুখ থেকে ফেনা বের হতে দেখা যায়।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত কাজলের পরিবার জানায়, এক বছর আগে মালোয়েশিয়া থেকে দেশে ফেরত আসেন কাজল। এরপর থেকেই তিনি বেকারি জীবনযাপন করছিলেন। প্রতিদিন রাতে তিনি ঘুমের ওষুধ খেতেন। পরিবারের সঙ্গে মীরহাজির বাগের একটি পাঁচতলা ভবনের পাঁচ তলায় বসবাস করতেন। চার ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।  তিনি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার রামভদ্রপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া  জানান, বিষয়টি যাত্রাবাড়ী থানার পুলিশকে জানানো হয়েছে। তারা এলেই পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/এএ/ওআর