সারের দাবিতে ফরিদপুরে আখচাষিদের মানববন্ধন

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১৬:০২

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

ফরিদপুর সুগার মিলের আখ চাষিরা সারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী বাজার এলাকায় মানববন্ধন করেন তারা। 
আধা ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন শেষে আখ চাষিরা বিক্ষোভ মিছিল নিয়ে সুপার মিলে অবস্থান কর্মসূচি পালন করে। 
এসময় আখ চাষিরা বলেন, ২০১৮-২০১৯ আখ রোপন মৌসুমে ফরিদপুর চিনিকলে সার সংকটের কারণে আখ রোপন ব্যাহত হচ্ছে। সার না পেয়ে এখন আখ চাষে অনীহা প্রকাশ করছেন। প্রতি আখ রোপন মৌসুমে আখ চাষিদের মাঝে প্রায় চার কোটি টাকার ঋণ বিতরণ করা হয়ে থাকে। কোনো চাষি একটি টাকাও ঋণ খেলাপ করেনি। 
যদি আখ রোপন মৌসুমের শুরুতে মিলে সারের সংকট চলতে থাকে তাহলে আখ রোপন কিছুতেই লক্ষ্য পূরণ হবে না। 
সমাবেশে আখচাষি সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, আদর্শ আখ চাষি আব্দুল মোতালেব, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/ওআর