ডা. আফজালের দুর্নীতির মামলা চলবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৮, ১৮:০৫

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বিচারপতি মো. ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেনের দুর্নীতির মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্টে ডিভিশন বেঞ্চ গতকাল এই আদেশ দেয়। এর ফলে বিচারিক আদালতে মামলাটি চলতে আইনগত আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আমিন উদ্দিন মানিক বলেন, এ খারিজাদেশের ফলে মামলাটি এখন বিচারিক আদালতে চলতে আর কোনো আইনগত বাধা নেই।

তিনি জানান, ডা. আফজাল হোসেনের বাবা তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বদলি বাণিজ্যের মাধ্যমে ১০ কোটি ৬১ লাখ ১৩১ টাকা অবৈধভাবে অর্জন করেছেন। টাকাগুলো স্ট্যান্ডার্ড ব্যাংক ধানমন্ডি শাখা, সিলন ব্যাংক, ধানমন্ডি শাখা, এবি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের শাখায় জমা রাখেন। এর মধ্যে নয় কোটি ৬১ লাখ ১৩১ টাকা উত্তোলন করে উৎস গোপন করেন।

২০০৯ সালের ২৫ জুন আদালতে মামলাটির অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বিভাগীয় স্পেশাল জজ আদালত ঢাকায় বিচারাধীন আছে। ২০১৭ সালের ২২ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের পর আসামিপক্ষে একই বছরের ২৬ নভেম্বর মামলা বাতিলের জন্য ফৌজদারি বিবি মামলাটি করেন বলে জানান এ কে এম আমিন উদ্দিন।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/এমএম/এমআর

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

ব্যবসায়ী নাসিরের মামলা: পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি

বোট ক্লাব কাণ্ড: পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন

সেই রাতে ৮৭ হাজার টাকার মদ খেয়েছিলেন পরীমনি, পার্সেল না দেওয়ায় তাণ্ডব

বোট ক্লাব কাণ্ড: প্রতিবেদন দিল পিবিআই, ব্যবসায়ী নাসিরের মামলায় ফেঁসে যাচ্ছেন পরীমনি?

ড. ইউনূসকে স্থায়ী জামিন দেননি শ্রম আপিল ট্রাইব্যুনাল

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: আসামিদের তিনদিনের রিমান্ড

অরিত্রীর আত্মহত্যা: চতুর্থ বারের মতো পেছাল রায় ঘোষণার দিন, কী কারণ?

অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার ২ শিক্ষকের বিরুদ্ধে মামলার রায় আজ

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বিকে হলের সিট ফেরত দেওয়ার নির্দেশ

আত্মসমর্পণের পর ট্রান্সকমের ৩ কর্মকর্তার জামিন

এই বিভাগের সব খবর

শিরোনাম :