ক্যালিফোর্নিয়ার দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪২

প্রকাশ | ১৩ নভেম্বর ২০১৮, ১৮:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রাণঘাতি দাবানলে আরও ১৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৪২ জনে। মঙ্গলবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

ব্যাপকভাবে দাবানলের শিকার প্যারাডাইস শহরের ভেতর ও আশপাশের এলাকা থেকে নতুন করে মৃতদেহগুলো পাওয়া গেছে। এর মধ্যে কেবল ‘ক্যাম্প ফায়ার’ অগ্নিকাণ্ডের আওতাধীন এলাকাগুলোতেই অন্তত ২২৮ জনের খোঁজ মিলছে না।

আগুনে প্রায় ৭ হাজার ২০০টি স্থাপনা ধ্বংস হয়েছে, ঝুঁকিতে আছে আরও প্রায় সাড়ে ১৫ হাজার। এ আগুনে মৃতের সংখ্যা গ্রিফিথ পার্ক অগ্নিকাণ্ডের প্রাণহানিকেও ছাপিয়ে গেছে। ১৯৩৩ সালের ওই অগ্নিকাণ্ডে ৩১ জন নিহত হয়েছিলেন। দাবানল ক্যালিফোর্নিয়াজুড়ে তিন লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করেছে।

সোমবার স্থানীয় সময় বিকালে এক সংবাদ সম্মেলনে বুটে কাউন্টির শেরিফ কোরি হোনেয়া মৃত ও নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করেন। নিখোঁজের সংখ্যা আরও বেশি বলে দাবি স্থানীয় গণমাধ্যমগুলোর।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণে অন্য দাবানলটিও আগ্রাসী রূপ ধারণ করেছে। এরই মধ্যে ‘উলসি ফায়ার’ নামে খ্যাত এ অগ্নিকাণ্ড দুইজনের প্রাণ কেড়ে নিয়েছে। মালিবুসহ সমুদ্রতীরবর্তী বেশ কয়েকটি শহরকে পরিণত করেছে ধ্বংসস্তূপে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়াকে ‘ভয়াবহ দুর্যোগগ্রস্ত’ রাজ্য হিসেবে ঘোষণা দিয়েছেন। এর ফলে পশ্চিমাঞ্চলীয় রাজ্যটি কেন্দ্রীয় সাহা্য্য পাবে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/এসআই)