ভোলায় হরিণের মাংস-চামড়াসহ আটক ১

ভোলা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৪:০২

ভোলায় ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়াসহ ঝন্টু চন্দ্র দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে জেলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর থেকে তাকে আটক করা হয়। তিনি শহরের আলাউদ্দিন নামে একটি হোটেলের কর্মচারী বলে জানা গেছে।

পুলিশের দেওয়া ভাষ্য মতে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উদয়পুর রাস্তার মাথা থেকে ওই যুবকে আটক করা হয়। তার কাছ থেকে ১১০ কেজি হরিণের মাংস ও একটি চামড়া উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, মাংস ও চামড়া ভোলা সদর রোডের আলাউদ্দিন হোটেলের মালিকের।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার বলেন, এ ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করার প্রস্তুতি চলছে।

ঢাকা টাইমস/১৪ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :