ভোট বানচালের টেস্টকেসে বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৭:৫০
ফাইল ছবি

নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এটি বিএনপির ভোট বানচালের চেষ্টায় ‘টেস্ট কেস’।

গতকাল বিএনপির মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিন নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। দুই পক্ষেই আহত হয় বেশ কয়েকজন।

বিকালে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘এখন আমরা বুঝলাম, তারা ইলেকশনে এসেছে বোধহয় ইলেকশন বানচাল করার একটা খেলা হিসাবে। এবং এটা একটা তাদের মনে হয় নীলনকশা আছে, সেটা তারা বাস্তবায়ন করতে চায়, আজকে টেস্ট কেস তারা দেখালো।’

‘তারা (বিএনপি) নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিতভাবে নয়াপল্টনে পুলিশের উপর হামলা চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করল।’

আওয়ামী লীগ নেতার অভিযোগ, বিএনপির নেতা-কর্মীরা সম্পূর্ণ বিনা উসকানিতে মির্জা আব্বাসের নেতৃত্বে পুলিশের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা পুলিশের দুটি গাড়ি পুড়িয়ে দেয়। ১৩ জন পুলিশ সদস্য মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে।

নির্বাচনী আইন অনুযায়ী আমরা এখন নির্বাচন কমিশন এ ব্যাপারে কী ব্যবস্থা নেয় আমরা সেদিকে দৃষ্টি রাখার কথাও জানান কাদের। বলেন, ‘নির্বাচন কমিশনের বক্তব্য কী, আমরা দেখতে চাই, আমরা জানতে চাই।’

‘আমরা পরিষ্কার একটা কথা বলতে চাই, ইলেকশন হবে। যত ষড়যন্ত্র হোক, যত চক্রান্তই হোক। ...এই নির্বাচনকে বানচালের চক্রান্ত নাশকতা সহিংসতা যদি ঘটে বাংলাদেশের জনগণই এই অপশক্তিকে প্রতিরোধ করবে।’

বিএনপি অভিযোগ করেছে, বিনা উস্কানিতে হামলা হয়েছে তাদের ওপর। তবে দলটি মিথ্যাচার করছে বলে অভিযোগ কাদেরের। বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মিথ্যাচারই আপনাদের রাজনীতি। আপনি আবারও মিথ্যাচার করলেন। পুলিশ কেন সরিয়ে দেবে। সেখানে ভিডিও ফুটেজ আছে। সম্পূর্ণ নীরব দর্শক ছিল পুলিশ, সাংবাদিকরা ছিল।’

এই ঘটনার পরও প্রধানমন্ত্রী ধৈর্য ধরতে বলেছেন। আক্রমণের পাল্টা আক্রমণ পুলিশ করেনি, সেজন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ঢাকাটাইমস/১৪নভেম্বর/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :