চার দিনে জাপার আড়াই হাজার ফরম বিক্রি

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ১৯:০৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চার দিনে জাতীয় পার্টি প্রায় আড়াই হাজার মনোনয়ন প্রত্যাশীর কাছে ফরম বিক্রি করেছে। শুক্রবার বিকাল পর্যন্ত আগ্রহীদের কাছে ফরম বিক্রি করবে দলটি। ১৭ নভেম্বর দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।

জাপা সূত্র জানায়, বুধবার ৪৩২টি ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে চার দিনে সর্বমোট দুই হাজার ৪১৮টি মনোনয়ন ফরম বিক্রি করেছে জাপা।

বুধবার যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার ও ইয়াহইয়া চৌধুরী।

জাপা সূত্র জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান আগামী ১৭ এবং ১৮ নভেম্বর সকাল সাড়ে দশটায় গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।

প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করবেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা।
১৭ নভেম্বর শনিবার খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর এবং ১৮ নভেম্বর রবিবার সিলেট, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/জিএম/জেবি)