রাবির নিয়োগ বোর্ড ফের স্থগিত

রাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:৪১

‘অনিবার্য কারণ’ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড দ্বিতীয়বারের মতো স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার সকাল ৯টায় উপাচার্যের বাসভবনে নির্বাচনী বোর্ড বসার ঠিক আধঘণ্টা আগে বোর্ড স্থগিতের নোটিশ সাটানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, ইতিহাস বিভাগে বর্তমানে ১২টি পদ শূন্য রয়েছে। গত ১৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং দৈনিক পত্রিকায় এই শূন্য পদের বিপরীতে চার জন সহকারী অধ্যাপক/প্রভাষক এবং একজন প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাঁচটি পদের বিপরীতে মোট ৮৫ জন আবেদন করেন।

বুধবার নির্বাচনী বোর্ডে অংশ নিতে আসেন চাকরিপ্রত্যাশীরা। সকালে নির্ধারিত সময়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে তারা দেখেন সেখানে বোর্ড স্থগিতের নোটিশ সাটানো রয়েছে। ওই নোটিশে উল্লেখ করা হয়, ‘১৪/১১/২০১৮ তারিখের ইতিহাস বিভাগের শিক্ষক নিয়োগের নির্বাচনী বোর্ড অনিবার্য কারণবশত স্থগিত করা হল।’

নোটিশ দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নিয়োগপ্রত্যাশীরা। অভিযোগের সুরে তারা বলেন, বিশেষ কারণে নির্বাচনী বোর্ড স্থগিত হতে পারে। কিন্তু সেটা তো আমাদের আগে জানাতে হবে। তা না করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ বোর্ড বসার ঠিক আগ মুহুর্তে নোটিশ সাটিয়ে দেন, যেটা খুবই দুঃখজনক। এর ফলে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আমরা সন্দিহান।

নিয়োগ বোর্ডের সদস্য ও ইতিহাস বিভাগের সভাপতি মর্তর্ুুজা খালেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাকে আজ সকালে ফোনে জানিয়েছেন, অনিবার্য কারণবশত এ বোর্ড স্থগিত করা হয়েছে।’

এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। নিয়োগ বোর্ডের অপর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া বলেন, ‘নিয়োগের বিষয়ে আমি কিছুই জানি না।’

এর আগে গত ২০ সেপ্টেম্বর একই কারণ দেখিয়ে নির্বাচনী বোর্ড স্থগিত করা হয়। পূর্ব ঘোষণা ছাড়া এভাবে বারবার নিয়োগ বোর্ড স্থগিত করায় নিয়োগপ্রত্যাশী ও বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঢাকা টাইমস/১৪ নভেম্বর/প্রতিনিধি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :