কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে রদ্রিগেজ

প্রকাশ | ১৪ নভেম্বর ২০১৮, ২৩:০২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বায়ার্ন মিউনিখের কলম্বিয়ান মিডফিল্ডার হামেস রদ্রিগেজ ইনজুরিতে পড়েছেন। ফলে আগামী কয়েক সপ্তাহ তাকে পাচ্ছে না জার্মান জায়ান্টরা। তবে ঠিক কত দিনের জন্য ছিটকে গেছেন রদ্রিগেজ, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।

আজ (বুধবার) এক টুইট বার্তায় রদ্রিগেজের চোটের বিষয়টি নিশ্চিত করেছে বায়ার্ন। জানিয়েছে, বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে এই প্লেমেকারের। আগামী ১০ দিন পুরোপুরি বিশ্রামে থাকবেন তিনি। এরপর শুরু হবে পুনর্বসান প্রক্রিয়া। ফলে চলতি বছরে তার মাঠে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।

চোটের কারণে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো মিস করবেন রদ্রিগেজ। ২০১৭ সাল থেকে রিয়াল মাদ্রিদ থেকে ধারে জার্মান ক্লাবটিতে খেলছেন তিনি।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এবিএ)