সুইজারল্যান্ডকে হারিয়ে কাতারের চমক

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ০৯:৩০ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮, ১১:০৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
আকরাম আফিফ

শক্তিমত্তায় কাতারের চেয়ে যোজন-যোজন এগিয়ে সুইজারল্যান্ড। দুই দলের র‌্যাংকিংয়ে বিস্তর ফারাক। জর্ডান শাকিরি-গ্রানিত জাকার দলের অবস্থান ৮ নম্বরে। অপরদিকে, কাতার ৯৬তম। বুধবার রাতে এই পার্থক্যটা থাকল কই? প্রীতি ম্যাচে সুইসদের যে ১-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে কাতার।

প্রথমার্ধে গোলশূন্য ছিল ম্যাচটা। দ্বিতীয়ার্ধেও গোলের দেখা নেই। অবশেষে ৮৬ মিনিটে চমক উপহার দিয়ে এল একটা গোল। সুইজারল্যান্ডের জালে বল জড়ালেন আকরাম আফিফ। তাতেই কাতার পেল স্মরণীয় এক জয়।

২০২২ বিশ্বকাপের প্রস্তুতিটা বেশ ভালোই হচ্ছে আয়োজক কাতারের। ফেলিক্স সানচেজের অধীনে এই নিয়ে গত পাঁচ ম্যাচের চারটিতেই জয় পেল তারা। সুইজারল্যান্ডের আবার উল্টো ফল। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে ভ্লাদিমির পেতকোভিচের শিষ্যরা।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/এবিএ)