ফেরদৌসকে কাজে লাগাবে আ.লীগ

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৮, ১১:৫৯

প্রার্থী করে নয়, বড় পর্দার জনপ্রিয় তারকা ফেরদৌস আহমেদকে অন্যভাবে কাজে লাগাবে আওয়ামী লীগ। এবারের নির্বাচনী প্রচারণাতে তিনি অংশ নেবেন। ভবিষ্যতে লাগানো হবে আরও গুরুত্বপূর্ণ কাজে।

গতকাল আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ ছিল গণভবনে। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে প্রার্থী হতে চেয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। মনোনয়ন ফরম সংগ্রহ করতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মনে করেন, এই মুহূর্তে ফেরদৌসের ভোটে অংশ না নেওয়া ভালো। তবে দলের জন্য তার কাজ করার অনেক সুযোগ রয়েছে।

গণভবনের সভায় ওবায়দুল কাদের বলেন, ভোটে আগ্রহের বিষয়টি জানতে পেরে তিনি ফেরদৌসকে ডেকে পাঠান। বলেন, ‘এবার তোমার নির্বাচনে অংশ নেওয়ার প্রয়োজন নেই। আগামীতে অনেক সুযোগ আসবে। দলের জন্য গুরুত্বপূর্ণ কাজেও তোমাকে লাগানো হবে। নির্বাচনী প্রচারণাতেও তোমার অংশ নেওয়ার সুযোগ আছে। দল তোমার বিষয়টি পরে মূল্যায়ন করবে।’

দলের সাধারণ সম্পাদক জানান, ফেরদৌস তার কথায় সায় দিয়েছেন। জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের জন্য কাজ করতে চান। দল চাইলে যে কোনো দায়িত্ব নিতে তিনি প্রস্তুত।

এ ব্যাপারে জানতে চাইলে ফেরদৌস ঢাকা টাইমসকে বলেন, ‘আমি তো সেভাবে কখনো মনোনয়ন চাইনি। অনেকে বলেছিলেন জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা করতে। আমি সেই ইচ্ছার কথা আওয়ামী লীগ সভাপতিকে জানিয়েছিলাম। তিনি আমাকে বলেছেন, নির্বাচন পরবর্তী অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকবে। আমাকে সেখানে প্রয়োজন।’

প্রধানমন্ত্রীর এই নির্দেশের প্রতিক্রিয়ায় ফেরদৌস বলেন, ‘একজন মমতাময়ী মা তার সন্তানের দিকে নজর রেখেছেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?’

ঢাকা টাইমস/১৫ নভেম্বর/আরআই/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির ভারত বিরোধিতা মানুষের কষ্ট বাড়ানোর নতুন সংস্করণ: নাছিম

ভোট ডাকাত সরকারকে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায়সঙ্গত: রিজভী

১১ মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা বকুল

বর্তমান সরকার ভারতের অনুগ্রহে ক্ষমতায় বসে আছে: সাকি

জিয়াউর রহমান উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করে: ওবায়দুল কাদের

রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

গণতন্ত্রের ন্যায়সঙ্গত আন্দোলনে আমরা বিজয়ী হবো: মির্জা ফখরুল

বাসায় মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবেন খালেদা জিয়া

বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস: প্রতিমন্ত্রী শফিকুর রহমান

স্বাধীনভাবে কথা বলার সুযোগ নেই: মির্জা আব্বাস

এই বিভাগের সব খবর

শিরোনাম :