এমন পারফরম্যান্স দরকার ছিল: মুশফিক

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৮, ১৭:১৪

বাংলাদেশের জন্য মিরপুর টেস্ট ছিল ‘ডু অর ডাই’ ম্যাচ। সেই ম্যাচে প্রতাপ ছড়িয়ে জয় তুলে নিল টাইগাররা। মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি, মুমিনুল-মাহমুদউল্লাহর সেঞ্চুরি এবং তাইজুল-মিরাজের অসাধারণ বোলিংয়ে প্রতাপ ছড়িয়ে জয় পেয়েছে বাংলাদেশ। টাইগাররা জিম্বাবুয়েকে হারিয়েছে ২১৮ রানে। যার ফলে দুই ম্যাচ সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ডাবল সেঞ্চুরি করায় মুশফিকুর রহিম পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

বৃহস্পতিবার ম্যাচ শেষে নিজের ও দলের পারফরম্যান্স নিয়ে মুশফিকুর রহিম বলেন, ‘এমন পারফরম্যান্স দরকার ছিল। প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারিনি। আমি মনে করি, ছেলেরা সবাই ভালো খেলেছে। মুমিনুল দুর্দান্ত একটি ইনিংস খেলেছে। পুরো সিরিজে বোলাররা ভালো করেছে। বিশেষ করে তাইজুল ও মিরাজ। গত তিন বছর ধরে ঘরের মাঠে টেস্টে আমরা আধিপত্য বিস্তার করছি। সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। আশা করি, এই সিরিজও ভালো হবে। গত দুই বছর ধরে মিরাজ চমৎকার খেলছে। আশা করি, দল হিসাবে আমরা উন্নতির ধারা অব্যাহত রাখব।’

টেস্ট ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। এই ম্যাচে ২১৯ রান করে অপরাজিত থাকেন মুশফিক। এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি। বিশ্বের মধ্যে প্রথম উইকেটরক্ষ-ব্যাটসম্যান হিসাবে দুইটি ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিক। টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন পর্যন্ত মোট তিনজন ডাবল সেঞ্চুরি করেতে পেরেছেন। এর মধ্যে মুশফিকুর রহিম একটি, তামিম ইকবাল একটি ও সাকিব আল হাসান একটি উইকেট ডাবল সেঞ্চুরি করেন।

(ঢাকাটাইমস/১৫ ডিসেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :