‘আমাদের চোখের পানি কেউ দেখে না’

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ১৭:৪৪

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টেস্ট ক্রিকেটে ১৮ বছর পার করে দিলেও এখনো পরিণত হতে পারেনি বাংলাদেশ। সাদা পোশাকে ব্যর্থতার কারণে প্রায়ই সমালোচনার মুখে পড়তে হয় টাইগারদের। যখন দল জিতে তখন সবাই আনন্দ পেলেও হারের দুঃখটা শুধু ক্রিকেটারদেরই পোড়ায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করার পর অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মুখে ছিল স্বস্তির কথা। পাশাপাশি ব্যর্থ হলে যে, তাদের কষ্ট হয় সেটাও শোনা গেল তার মুখে। কিন্তু ব্যর্থতার পর যে তাদেরও চোখে জল আসে সেটা কেউ দেখে না বলে জানালেন অধিনায়ক।

ঘরের মাঠে ড্র দিয়ে শেষ হলো জিম্বাবুয়ে সিরিজ। প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ২১৮ রানের দুর্দান্ত জয় পেল টাইগাররা। বাংলাদেশের জন্য এটি স্বস্তির জয়। জয় নিয়ে বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘যদি আপনি ম্যাচ জয় করেন তাহলে অবশ্যই আপনার আনন্দ লাগা উচিত। ম্যাচ জিতলে আনন্দ প্রকাশ করার এতটুকু অধিকার থাকে। আমরা যখন খারাপ খেলি ড্রেসিংরুমে মনটা আমাদেরই বেশি খারাপ হয়। আমাদের চোখের পানিটা কেউ দেখে না। আমরা এট কাউকে বলিও না।’

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য বেশ মরিয়া ছিল টাইগাররা। অবশেষে মিরপুর টেস্টে দারুণ লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাল বাংলাদেশ। প্রতিপক্ষকে ক্রেডিট দিয়ে জয় নিয়ে রিয়াদ বলেন, ‘সবাই চাচ্ছিল জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ জিতুক। আমার মনে হয়, জিম্বাবুয়েকেও ক্রেডিট দিতে হবে। ওরা ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ভালো করেছে। প্রথম টেস্ট হারের পর আমরা খুব কষ্ট পেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তাঁর বহিঃপ্রকাশ মাঠে দেখাতে। আমার মনে হয়, আমরা কিছুটা হলেও করতে পেরেছি।’

আগামী ২২ নভেম্বর শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। জিম্বাবুয়ের পেস থেকে অনেক শক্তিশালী ক্যারিবিয়ানদের পেস। যেটা বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য সামালানো বেশ চ্যালেঞ্জ। বিষয়টি কতটুকু ভাবাচ্ছে অধিনায়ককে? জাবাবে তিনি জানান, ‘বিষয়টি আমি এভাবে চিন্তা করছি না। ওদের যে পেস বোলিং আছে (রোচ, গ্যাব্রিয়েল) সবার বল আমরা ওয়েস্ট ইন্ডিজে খেলেছি। আমাদের অভিজ্ঞতা আছে ওরা কেমন বোলিং করতে পারে। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজের উইকেট এবং বাংলাদেশের উইকেট তো এক নয়।’

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তবে এর মাঝেও রিয়াদ বিশ্বাস করেন, ওয়ানডে অধিনায়ককে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পাবেন তারা।

এ বিষয়ে রিয়াদ বলেন, ‘ইনশায়াল্লাহ মাশরাফি ভাইকে পাব। তিনি আমাদের ওয়ানডে অধিনায়ক। উনি যদি সুস্থ থাকেন, আমরা অবশ্যই উনাকে পাব।’

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এইচএ)