দ্বিতীয় দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ১৯:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাল্লেকেলেতে চলছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। বৃহস্পতিবার ছিল ম্যাচের দ্বিতীয় দিন। ম্যাচে দ্বিতীয় দিন শেষে এগিয়ে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। ৪৬ রানের লিডে রয়েছে তারা। সিরিজে ইংল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথম ম্যাচে ইংলিশরা জয় পেয়েছিল ২১১ রানে।

গতকাল শুরু হয়েছে দ্বিতীয় ম্যাচ। বুধবার টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয় ২৯০ রানে। দলের পক্ষে স্যাম কুরান ৬৪, জস বাটলার ৬৩ ও ররি বার্নস ৪৩ রান করেন। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সুরঙ্গা লাকমল ১টি, দিলরুয়ান পেরেরা ৪টি, মালিন্দা পুষ্পকুমারা ৩টি ও আকিলা ধনঞ্জয়া ২টি করে উইকেট শিকার করেন।

এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ৩৩৬ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৮৫ রান করেন রোশেন সিলভা। ৬৩ রান করেন ওপেনার দিমুথ করুণারত্নে। ৫৯ রান করেন ধনঞ্জয়া ডি সিলভা। ইংল্যান্ডের বোলারদের মধ্যে জ্যাক লিচ ৩টি, মঈন আলী ২টি, আদিল রশীদ ৩টি ও জো রুট ১টি করে উইকেট শিকার করেন। বৃহস্পতিবার শেষ বিকালে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা মাত্র এক ওভার ব্যাট করার সুযোগ পায়।

সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় দিন শেষে ৪৬ রানে পিছিয়ে ইংল্যান্ড।

ইংল্যান্ড প্রথম ইনিংস: ২৯০ (৭৫.৪ ওভার)

(ররি বার্নস ৪৩, কিটন জেনিংস ১, বেন স্টোকস ১৯, জো রুট ১৪, জস বাটলার ৬৩, মঈন আলী ১০, বেন ফোকস ১৯, স্যাম কুরান ৬৪, আদিল রশীদ ৩১, জ্যাক লিচ ৭, জেমস অ্যান্ডারসন ৭*; সুরঙ্গা লাকমল ১/৪৪, দিলরুয়ান পেরেরা ৪/৬১, মালিন্দা পুষ্পকুমারা ৩/৮৯, ধনঞ্জয়া ডি সিলভা ০/৪, আকিলা ধনঞ্জয়া ২/৮০)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৩৬ (১০৩ ওভার)

(দিমুখ করুণারত্নে ৬৩, কৌশল সিলভা ৬, মালিন্দা পুষ্পকুমারা ৪, ধনঞ্জয়া ডি সিলভা ৫৯, কুসল মেন্ডিস ১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০, রোশেন সিলভা ৮৫, নিরোশান ডিকওয়েলা ২৫, দিলরুয়ান পেরেরা ১৫, আকিলা ধনঞ্জয়া ৩১, সুরঙ্গা লাকমল ১৫*; জেমস অ্যান্ডারসন ০/৪০, স্যাম কুরান ০/১৯, জ্যাক লিচ ৩/৭০, মঈন আলী ২/৮৫, আদিল রশীদ ৩/৭৫, রোজ রুট ১/২৬, বেন স্টোকস ০/৯)।

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ০/০* (১ ওভার)

(জ্যাক লিচ ০*, ররি বার্নস ০*; দিলরুয়ান পেরেরা ০/০)।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/এসইউএল)