কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ | ১৫ নভেম্বর ২০১৮, ২২:২২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লা সদর দক্ষিণের বামিশা গ্রামে সাদিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। সাদিয়া ওই গ্রামের কুয়েত প্রবাসী বিল্লাল হোসেনের স্ত্রী।

সূত্রে জানা যায়, সাত মাস আগে সদর দক্ষিণ উপজেলা সংলগ্ন বামিশা গ্রামের তফাজ্জলের ছেলে বিল্লালের সাথে নগরীর ২২নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের সুন্দর আলীর মেয়ে সাদিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী প্রবাসে যাওয়ার পর সাদিয়া তার বাবার বাড়িতে বেশির ভাগ সময় থাকত। বৃহস্পতিবার প্রবাসী স্বামীর সাথে সাদিয়ার ব্যক্তিগত বিষয়ে মোবাইলে কথা কাটাকাটি হয়।পরে বিকাল বসতঘরে সাদিয়াকে ঝুলে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে আসে।

শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে সাদিয়াকে হত্যা করে ঝুলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালাচ্ছে বলে দাবি সাদিয়ার বাবা সুন্দর আলীর।

তবে সাদিয়ার শ্বশুর তফাজ্জল হোসেন বলেন, অভিমানের জের ধরে সাদিয়া নিজেই আত্মহত্যা করেছে।

সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রকৃত রহস্য উদঘাটন হবে।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/এলএ)