যশোরে প্রতিবন্ধী দোকানিকে শ্বাসরোধে হত্যা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ১২:৫৩

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস

যশোর শহরতলীর জামরুলতলা এলাকায় কামাল হোসেন বাবু (৪৫) নামের এক প্রতিবন্ধী দোকানিকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার সকালে  তার নিজ দোকানের ভেতর থেকে মুখ ও হাত-পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসম দোকানের নগদ টাকা ও মালামাল খোয়া গেছে। নিহত কামাল যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া এলাকার মৃত শাহাদত ফকিরের ছেলে। 
নিহতের ভাই আব্দুর রহিম বলেন, ভোরে ভাইয়ের লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তিনি জানান, কামাল হোসেন বাবুর জন্ম থেকেই পা দুটি বাঁকা ছিল।  তিনি জামরুলতলা স’মিলের পাশে মুদি দোকানের পাশাপাশি চায়ের দোকান চালাতেন। এছাড়া স্থানীয় কয়েকজন মিলে টাকা জমা করে নির্দিষ্ট একটি দিনে লটারির মাধ্যমে সেই টাকা একজনকে দেওয়ার দায়িত্বে ছিলেন।  স্থানীয় ভাষায় একে ‘সিরিয়াল’ বলে। বৃহস্পতিবার সেই সিরিয়ালের লটারির দিন ছিল এবং তার কাছে এক লাখ টাকার মতো ছিল।
স্থানীয় তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সাহাবুল আলম জানান, পুলিশ এসে কামালের মরদেহ দোকানের মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এছাড়া হাত-পা বাঁধা এবং গলায় স্যালাইনের পাইপ দিয়ে বাঁধা ছিল।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যার পর দোকানে থাকা নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। দোকানের ড্রয়ার ও মালামাল এলোমেলো অবস্থায় রয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তর পর দাফনের জন্য লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/ওআর