আগুনসন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ নভেম্বর ২০১৮, ১৬:৪১ | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৮, ১৬:০৯

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আগুনসন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস। তারা এখন আগুনসন্ত্রাস সৃষ্টি করে নির্বাচন নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চায়।’

শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের মানুষ যখন উৎফুল্ল। ঠিক তখন নির্বাচন বানচাল করার জন্যই রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুনসন্ত্রাস করেছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনও এমন কোনো পরিবেশ সৃষ্টি করে না, যাতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপানো বিএনপির অভ্যাস। হেলমেটপরা বিএনপির সন্ত্রাসীরা পুলিশের গাড়ির ওপরে উঠে কীভাবে ধ্বংসযজ্ঞ করেছে এবং পুড়িয়েছে তা দেশ ও জাতি

দেখেছে।’

এমনটা জানিয়ে মন্ত্রী বলেন, ‘নয়াপল্টনে বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড অতীত মনে করিয়ে দেয়।’

তিনি বলেন, ২০১৪ সালের আগুনসন্ত্রাসের দৃশ্যগুলো দেশ ও জাতির কাছে ফের জানান ধরেছে বিএনপি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলেও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আইনমন্ত্রী আনিসুল হক ঢাকা থেকে আন্তঃনগর মহানগর প্রভাতি ট্রেন যোগে আখাউড়ায় আসেন। এ সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা মন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি কসবা উপজেলায় নিজ বাড়ির উদ্দেশে আখাউড়া ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :