ক্রিকেট নিয়ে শাবিতে ছাত্রলীগের দুই পক্ষের উত্তেজনা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ১৯:২০

শাবি প্রতিনিধি, ঢাকাটাইমস

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের দুই পক্ষের মাঝে উত্তেজনা ও হাতাহাতি হয়েছে। এ ঘটনায় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও সাংগঠনিক সম্পাদক রনি-সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেনের সমর্থকরা জড়িয়ে পড়েন।

শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ ঘটনার সূত্রপাত হয়।

বিকালে বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হলের সামনে এ ঘটনায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় ইমরান খানের একজন কর্মী আহত হয়েছে বলে জানা যায়।

সাংস্কৃতিক সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, দুই পক্ষের সমঝোতার মাধ্যমে পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, এটি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের খেলাকে কেন্দ্র করে কোন্দল। ছাত্রলীগের কেউ এ ঘটনায় জড়িত নয়, যদি জড়িত থাকে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

শাহ পরান হলের প্রভোস্ট শাহেদুল হোসাইন জানান, হলের পরিস্থিতি এখন শান্ত।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)