পাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৫

নিজস্ব প্রতিবেদক, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। পাবনা শহরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ভর্তি পরীক্ষা হয়।

৯২০টি আসনের বিপরীতে এবার আবেদনকারীর সংখ্যা ৩৩ হাজার ২৬০ জন। সে হিসাবে প্রতি আসনের জন্য গড়ে পরীক্ষার্থী ছিল ৩৬ জন। মোট পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রুস্তম আলী বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় খুশি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তিনি জানান, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের ঐকান্তিক সহযোগিতায় পরীক্ষা গ্রহণের কাজটি শান্তিময় পরিবেশে অনুষ্ঠিত করতে পেরেছেন তারা।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, পরীক্ষা ঘিরে বেশ কয়েকদিন আগে থেকেই বিভিন্ন বিষয়াদি নজরদারি ছিল পুলিশের গোয়েন্দা বিভাগের। তারা ছিলেন তৎপর। জেলা পুলিশের পক্ষ থেকে কর্মকর্তা থেকে সকল বিভিন্ন পর্যায়ের ২২২জন সদস্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কাজ করেন।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/প্রতিনিধি/এলএ)