ফ্রান্সকে উড়িয়ে দিল হল্যান্ড, কপাল পুড়ল জার্মানির

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ১১:০৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ১১:২০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে নিজেদের মাটিতে উড়িয়ে দিয়েছে হল্যান্ড। শুক্রবার উয়েফা নেশন্স লিগের ম্যাচে লা ব্লুজদের ২-০ ব্যবধানে হারিয়েছে দলটি। তাদের জয়ে আবার কপাল পুড়েছে জার্মানির। টুর্নামেন্টের এলিট গ্রুপ থেকে নিচে নেমে গেছে জোয়াকিম লো’র শিষ্যরা।

বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হল্যান্ড গত ইউরো আর চলতি বছর রাশিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিতে পারেনি। তবে রোনাল্ড কোম্যানের অধীনে ধীরে ধীরে স্বরূপে ফিরছে তারা। আগের ম্যাচে জার্মানিকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল হল্যান্ড। ঘরের মাঠে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষেও দারুণ ফুটবল উপহার দিল দলটি।

রডারডামে অনুষ্ঠিত ম্যাচে ৪৪তম মিনিটে হল্যান্ডকে এগিয়ে দেন লিভারপুল তারকা জর্জো ভিনালদাম। এরপর যোগ করা সময়ে (৯০+৬) ফ্রান্সের হতাশা বাড়ান মেম্ফিস ডিপাই। রাশিয়া বিশ্বকাপ জয়ের পর ৬ ম্যাচে এটি তাদের প্রথম পরাজয়।

হল্যান্ড জিতে জার্মানির অবনমন এড়ানোর স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিল। তিন ম্যাচে একটিতে ড্র আর দুটিতে হেরে গ্রুপ এ১-এর পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে তারা নেমে গেছে লিগ ‘বি’-তে। চার ম্যাচে ৭ পয়েন্টের সুবাদে আপাতত শীর্ষে ফ্রান্স। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জার্মানদের সঙ্গে কেবল ড্র করলেই তাদের টপকে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে হল্যান্ড।

(ঢাকাটাইমস/১৭ নভেম্বর/এবিএ)