ঘূর্ণিঝড় গাজার আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ৩০

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ১১:২৭

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ঘূর্ণিঝড় গাজার আঘাতে বিধ্বস্ত তামিলনাড়ুতে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। ঘণ্টায় ১২৫ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড়ে বিধ্বস্থ তামিলনাড়ুর নাগাপট্টিনম, বেদারানায়মসহ রাজ্যের একাধিক এলাকা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে উপকূলীয় এলাকা।

ঝড়ের দাপটে ছয় জেলায় উপড়ে গিয়েছে কমপক্ষে ১৩০০০ বিদ্যুতের খুঁটি। রাজ্যের একটি বড় অংশ বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে। উপকূলবর্তি এলাকায় ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। মারা গিয়েছে অসংখ্য গৃহপালিত পশু। ইতিমধ্যেই মৃতদের পরিবারপিছু ১০ লাখ  এবং আহতদের এক লাখ করে টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা ঘোষণা করেছে দেশটির সরকার।

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলো ভারতের তামিলনাড়ু রাজ্য ও কেন্দ্রীয় সরকার। কয়েক হাজার উদ্ধারকর্মী প্রস্তুত রাখা হয়। এছাড়া ৮১ হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বস্ত এলাকা স্বাভাবিক করতে দ্রুত গতিতে কাজ করা হচ্ছে। এছাড়া আগে থেকে বিপুল প্রস্তুতি নেয়ার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে।

ঢাকা টাইমস/১৭নভেম্বর/একে