ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম ওমর ফারুক মো. এনামুল।  তিনি এনামুল বি ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তার গ্রামের বাড়ি বাগেরহাটে।

শনিবার দুপুরে সবুজবাগ থানার বাসাবো ট্যাম্পো স্ট্যান্ড থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারী কয়েকজন তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

এনামুলের ছোটভাই নাঈম ইসলাম ঢাকা টাইমসকে জানিয়েছেন, তার ভাইকে কালো রংয়ের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বিষয়টি সবুজবাগ থানাকে জানিয়েছেন।

তবে এ ব্যাপারে কিছ্ইু জানে না সুবজবাগ থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কুদ্দুস ফকির ঢাকা টাইমসকে বলেন, এমন কাউকে আটক করেছে বলে আমার জানা নেই।

পরে নাঈম ইসলাম মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে যোগাযোগ করলে সেখান থেকে তাকে জানানো হয়েছে গোয়েন্দা অফিসে এমন কাউকে আনা হয়নি।

এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম ঢাকা টাইমসকে বলেন, এনামুল নামের কাউকে আমরা এখনও পাইনি। কাউকে আনা হলে পরিবারের সঙ্গে যোগাযোগ করব।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এএ/জেবি)