রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর কামাল: হানিফ

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি সন্ত্রাসী ও দ-প্রাপ্ত আসামিদের সঙ্গে হাত মিলিয়েছেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমীরণ রায়ের লেখা ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ এক ও অভিন্ন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
হানিফ বলেন, ‘গত শুক্রবার ঐক্যফ্রন্টের নেতারা সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞাসা করেছিলেন-আপনারা যদি জয়লাভ করেন তাহলে প্রধানমন্ত্রী কে হবেন? তারা বলেছেন পরে ভেবে দেখবো বা সময় বলে দেবে। জাতির সামনে এটা বলতে তারা লজ্জাবোধ করেছেন। কারণ জাতি জানে তারা জয়লাভ করলে তাদের প্রধানমন্ত্রী ওই সন্ত্রাসী একুশে আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকেই বানাতে হবে।’
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি উল্লেখ করে হানিফ বলেন, ‘আমরা অবাক হলাম বিএনপি যে সন্ত্রাসী কর্মকা- ঘটালো পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে, সে বিষয়ে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে ড. কামাল হোসেন সাহেবের একটি শব্দও আমরা দেখিনি। নিন্দাও তিনি করতে পারেননি। তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশও করেননি।’
কামাল হোসেন জাতির সঙ্গে মিথ্যাচার ও প্রতারণা করছেন দাবি করে তিনি বলেন, ‘উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন। যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গে যে জোট, সেই ২০ দলীয় জোটের সঙ্গে উনি আঁতাত করে ঐক্যফ্রন্ট করে বলেন মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তির সঙ্গে আমাদের জোট নেই। একটা অদ্ভুত টাইপের মিথ্যাচারের মাধ্যমে জাতির সঙ্গে প্রতারণা করা হচ্ছে।’
সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শুকুর আলী শুভ, লেখক সমীরণ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করনে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আছাদুজ্জামান।
(ঢাকাটাইমস/১৭নভেম্বর/টিএ/জেবি)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

জামায়াতের ক্ষমা চাওয়ার প্রশ্নে একমত বিএনপি

শিগগিরই খালেদা জিয়াকে মুক্ত করা হবে: ফখরুল

রাজশাহীতে প্রতীক পেলেন প্রার্থীরা

সুনামগঞ্জে প্রতীক পেলেন প্রার্থীরা

ঐক্যফ্রন্টের গণশুনানি শুক্রবার, ডাকা হবে না জামায়াতকে

উপজেলা ও সিটি নির্বাচন আরেকটি প্রহসন: মোশাররফ

মুক্তি পেলেন ছাত্রদল নেত্রী রুমা

এখন আর তদবিরে কাজ হয় না: কাদের

১৪ দলের শরিকদের সমালোচনার পেছনে মান-অভিমান: কাদের
