ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ৭

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ২০:৩৪ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮, ২০:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ইন্দোনেশিয়ার পশ্চিম সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্প ও ভূমিধসের কারণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। বাড়িঘর ছেড়ে পালিয়েছেন আট হাজার বাসিন্দা। শনিবার কর্মকর্তারা এই তথ্য জানায়।

চীনা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জিনহুয়াকে জেলার দুর্যোগ ব্যবস্থানা ও পুনর্বাসন সংস্থার প্রধান পাসামবোয়ান পাঙ্গললি জানান, ভূমিকম্পের আতঙ্কে পালাতে গিয়েই তারা নিহত হন। কমপক্ষে আটটি ঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

পাঙ্গললি জানান, গত কয়েক দিনে ৫.১ থেকে ৫.৫ মাত্রার কয়েকটি মৃদু ভূকম্পনের ঘটনা ঘটলে আট হাজারের বেশি বাসিন্দা বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়।

সেপ্টেম্বরের শেষের দিকে পশ্চিম সুলাওয়েসি প্রদেশের সীমান্তবর্তী মধ্য সুলাওয়েসি প্রদেশে কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটে। এতে সুনামি সৃষ্টি হয়ে দুই হাজার মানুষ মারা যায়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/এসআই)