রোহিঙ্গা ক্যাম্পে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ আহত ১৪

প্রকাশ | ১৭ নভেম্বর ২০১৮, ২১:০৫

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি বেলুনের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ দুর্ঘটনায় শিশুসহ ১৪ জন আহত হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

গুরুতর আহতরা হলেন- আজিজুল হক (১০), আমান উল্লাহ (১৪), ইলিয়াছ (১২) ও বেলুন বিক্রেতা ইয়াছিন। তাদের প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এছাড়া আবু তাহের (১৫), সিরাজ, জানি হোসেন (১৫), ফয়েজ উল্লাহ (১১), নুরুল আলম , জুনায়েদ (৫), আব্দুল খালেক (৪), নুর হাসেম (১৪) ও আব্দুল কাদের ক্যাম্পের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। 

ক্যাম্পের রোহিঙ্গা চেয়ারম্যান আব্দুর রহিম জানান, ছোটদের আকর্ষণ করা এসব বেলুন ফুলানোর এক পর্যায়ে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে।

কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)