সরকারি কাজে বাধা দেয়ায় সাবেক রাবি ছাত্রলীগ নেতা জেলে

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ২২:৩০

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ওই নেতার মালিকানাধীন একটি রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক অভিযান পরিচালনা শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সিয়ামুন চাইনিজ রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেস্টুরেন্টের মালিক ইব্রাহিম হোসেন মুন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন এবং তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক জানান, সরকারি কাজে বাধাদানের দায়ে ইব্রাহিম হোসেন মুনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :