আসন বণ্টন: প্রধানমন্ত্রীর সময় চেয়ে এরশাদের চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৮, ২৩:২৩
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আসন বণ্টন নিয়ে আলোচনা করতে সময় চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে এরশাদের চিঠি পৌঁছে দেন জাপার সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভরায়।

বিএনপি ভোটে আসায় ২০০৮ সালের মতোই মহাজোট করতে চাইছে আওয়ামী লীগ। এই ঘোষণা আগেই দেয়া ছিল আর এখন বিষয়টি আনুষ্ঠানিকতার পর্যায়ে আছে।

এরশাদের চিঠিতে বৈঠকের দিন তারিখ উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী সুবিধাজনক সময়ে বৈঠকের সময় দিলে সেখানে অংশ নেবেন এরশাদ। চিঠিতে বলা হয়, নির্বাচন আসন্ন, ইতোমধ্যে মনোনয়ন বিক্রি প্রায় শেষ পর্যায়ে। তাই দ্রুত সময়ের মধ্যে মহাজোটের আসন বণ্টন জরুরি।

সুনীল ঢাকা টাইমসকে বলেন, 'নির্বাচন সংক্রান্ত বিষয়ে আসন বণ্টনের জন্য আমাদের দলের চেয়ারম্যান মহাজোট নেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চেয়ে চিঠি দিয়েছেন। সন্ধ্যায় আমি চিঠিটি গণভবনে পৌঁছে দিয়েছি।'

'আমাদের দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার পর্বের পর হয়তো প্রধানমন্ত্রীর সঙ্গে জাপা চেয়ারম্যানের বৈঠক হতে পারে।'

এরশাদ অবশ্য এখন সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন। ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে আগেও তাকে সেখানে ভর্তি করে আইনশৃঙ্খলা বাহিনী।

২০০৭ সালের বাতিল হওয়া নির্বাচনের আগেই গাঁটছাড়া বাধে সালে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। তবে বিএনপি জামায়াত জোট ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জন করায় তখন আর জোটের প্রয়োজন পড়েনি আওয়ামী লীগে।

এবারও বিএনপি ভোটে না এলে দুই পক্ষ আলাদা নির্বাচন করবে বলে সিদ্ধান্ত ছিল। তবে গত ১১ নভেম্বর বিএনপির নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট এবং পুরনো জোট ২০ দল ভোটে আসার ঘোষণা দেয়। এই দুটি দলও সমন্বয়ন করে ভোটে দাঁড়াবে।

জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের তথ্য অনুযায়ী তারা আওয়ামী লীগের কাছে ৭৬টি আসনের তালিকা দিয়েছেন।

দশম সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩৪টি আসনে জেতে। তবে এবার তার কিছু আসনে নৌকা মার্কার প্রার্থী দিতে স্থানীয় পর্যায়ে চাপ আছে। অবশ্য এর বাইরেও আরও কিছু আসতে ছাড় দেয়ার সম্ভাবনা রয়েছে।

২০০৮ সালে জোটবদ্ধ নির্বাচনে জাতীয় পার্টি মোট ৪৯ আসনে প্রার্থী দিয়েছিল। যদিও জোট থেকে সমর্থন দেয়া হয়েছিল ৩৫টির মতো আসনে।

ঢাকাটাইমস/১৭নভেম্বর/জিএম/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তত আছি: অলি

সৌদি আরব-আমেরিকায় বাংলাদেশের চেয়েও বড় দুর্ঘটনা ঘটে: ওবায়দুল কাদের

আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

সরকার চোরাবালির ওপর, পতন অনিবার্য: রিজভী

আ.লীগের কার্যনির্বাহী বৈঠক ৩০ এপ্রিল, গুরুত্ব পাবে উপজেলা নির্বাচন

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আব্দুল আউয়াল মিন্টু

বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণের মরদেহের প্রতি আ.লীগের শ্রদ্ধা

এখনো নির্বাচনি মাঠে আ.লীগের এমপি-মন্ত্রীর স্বজন

নৈরাজ্য চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ অনিবার্য: নুর

দেশের অগ্রগতির পথে প্রধান বাধা বিএনপি: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :