শহিদুলের জামিন আটকাতে আবেদন

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
রবিবার অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। তিনি বলেন, ‘আবেদনটির ওপর দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে।’
এর আগে গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট। মামলাটিতে গ্রেপ্তারের পর তিন মাস ধরে কারাগারে আছেন আলোকচিত্রী শহিদুল।
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ৬ আগস্ট তাকে রিমান্ডে নেয়া হয়। এছাড়া সেদিনই সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসও শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দেন।
এরপর হাইকোর্টে জামিন আবেদন করা হলে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ অক্টোবর রুল জারি করেছিলেন হাইকোর্ট।
ঢাকাটাইমস/১৮নভেম্বর/এমএবি/এমআর
সংবাদটি শেয়ার করুন
আদালত বিভাগের সর্বাধিক পঠিত
আদালত এর সর্বশেষ

নির্বাচন নিয়ে বিএনপির মামলা ভিত্তিহীন: আইনমন্ত্রী

বিজিবির গুলিতে নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট

দুই মামলায় তৈমূরের জামিন

জামিন বাতিল, কারাগারে সাফাত

খেলাপি ঋণের তালিকা চেয়েছে হাইকোর্ট

কুমিল্লায় খুনের দায়ে নারীসহ পাঁচজনের যাবজ্জীবন

‘সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস কেন অবৈধ নয়’

কারাগারে চিকিৎসায় ব্যক্তিগত চিকিৎসক চান খালেদা

মাদক-অস্ত্র মামলার তদন্ত এক মাসেই নিষ্পত্তির নির্দেশ
