শহিদুলের জামিন আটকাতে আবেদন

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৪:০৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চলাকালে উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রবিবার অ্যাডভোকেট অন রেকর্ড সুফিয়া খাতুন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন। তিনি বলেন, ‘আবেদনটির ওপর দুপুরে চেম্বার আদালতে শুনানি হতে পারে।’

এর আগে গত ১৫ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জামিন দেন হাইকোর্ট। মামলাটিতে গ্রেপ্তারের পর তিন মাস ধরে কারাগারে আছেন আলোকচিত্রী শহিদুল।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় ৫ আগস্ট শহিদুল আলমকে বাসা থেকে নেওয়ার পর ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ৬ আগস্ট তাকে রিমান্ডে নেয়া হয়। এছাড়া সেদিনই সিএমএম আদালতে তার জামিন আবেদন নামঞ্জুর হয়। ১১ সেপ্টেম্বর ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েসও শহিদুল আলমের জামিন আবেদন নাকচ করে দেন।

এরপর হাইকোর্টে জামিন আবেদন করা হলে তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ৭ অক্টোবর রুল জারি করেছিলেন হাইকোর্ট।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/এমএবি/এমআর