কুষ্টিয়ায় ইউপি সদস্যের নামে ধর্ষণ মামলা

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৬:১৯

কুষ্টিয়া প্রতিনিধি,ঢাকাটাইমস

কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে মানিক হোসেন (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত মানিক দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের সদস্য। 
রবিবার দুপুরে দৌলতপুর থানায় এ মামলা দায়ের করা হয়। মানিক রিফায়েতপুর ইউনিয়নের সদস্য ও লক্ষীখোলা গ্রামের আব্দুল বারীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের স্বামী পরিত্যক্তা এক নারী (২৮) কাজ শেষে নিজ বাড়ি ফিরছিলেন। এসময় পথে আগে থেকে ওৎ পেতে থাকা মানিক মেম্বারের নেতৃত্বে ৪জন তাকে জোরপূর্বক অপহরণ করে।
পরে অপহরকারীরা ওই মহিলাকে পার্শ্ববর্তী একটি মরিচক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। ধর্ষণ শেষে ওই মহিলাকে ফেলে রেখে পালিয়ে যায়। 
পরে ভুক্তভোগী ওই মহিলা দৌলতপুর থানায় গিয়ে ঘটনার বিবরণ জানায় এবং মানিক মেম্বরসহ অজ্ঞাত আরও তিনজনের নামে ধর্ষণের অভিযোগ দেয়। এ ঘটনায় মানিক মেম্বারকে প্রধান আসামি করে ধর্ষণ মামলা দায়ের হয়েছে। 
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, মানিক মেম্বারকে প্রধান আসামি করে এক নারী ধর্ষণ মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনার সাথে জড়িত কেউ গ্রেপ্তার হয়নি। 
ঢাকাটাইমস/১৮নভেম্বর/প্রতিনিধি/ওআর