ইবির ‘সি’ ইউনিটে ৯৪ শতাংশ ফেল

প্রকাশ | ১৮ নভেম্বর ২০১৮, ১৯:৩৯

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার দুপুরে ইউনিট কমিটির পক্ষ থেকে অধ্যাপক মিজানুর রহমান উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারীর কাছে ফল হস্তান্তর করেন। এ সময় অধ্যাপক সাইফুল ইসলাম, অধ্যাপক জাকারিয়া রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা উপস্থিত ছিলেন।

গত ৫ নভেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৭ হাজার ১৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী। পাশ করেন ৩০৫ জন। ফেল করেছেন ৯৪.৮৯ শতাংশ। এই ইউনিটে ৪৫০টি আসন রয়েছে।

আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর মেধা তালিকায় স্থান প্রাপ্তদের অনলাইনে পছন্দ ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে আগামী ২৫ ও ২৬ নভেম্বর ডিন অফিসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। একই সঙ্গে ৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়া আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকার সাক্ষাৎকার আগামী ৫ ও ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি শেষে আগামী ১৫ জানুয়ারি ক্লাস শুরু হবে বলে জানা গেছে।
 
ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাচ্ছে।

ঢাকা টাইমস/১৮ নভেম্বর/প্রতিনিধি/এএইচ